ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

ক্লাব বিশ্বকাপের জন্য বার্সার স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ক্লাব বিশ্বকাপের জন্য বার্সার স্কোয়াড ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ২৩ সদস্যের দলটি ঘোষণা করেন বার্সার কোচ লুইস এনরিক।



গত মৌসুমের ট্রেবল জয়ী কাতালান ক্লাবটি এ মৌসুমের শুরু থেকেই উড়ে চলেছে। দলের আক্রমণভাগের তিন সেরা তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার রয়েছেন ২৩ সদস্যের দলে। এনরিক এ দলটিতে রেখেছেন তরুণ উঠতি তারকা সান্দ্রো রামিরেজ, মুনীর আল হাদ্দাদি, সার্জি স্যামপার, জেরার্ড গাম্বাউদের।

আগামী ১০ থেকে ২০ ডিসেম্বর জাপানে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ১২তম আসর। ১৭ ডিসেম্বর সেমিফাইনালের মঞ্চে সরাসরি খেলবে বার্সা। ফাইনালের টিকিট নিশ্চিত করলে মেসি-মাশচেরানোদের খেলতে হবে নিজ দেশের (আর্জেন্টিনা) রিভারপ্লেটের বিপক্ষে (সম্ভাব্য)। ২০ ডিসেম্বর ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের পর্দা নামবে।

কোয়ার্টার ফাইনালে লড়বে মেক্সিকোর ক্লাব আমেরিকা ও চায়নার গুয়াঞ্জহুয়া এভারগ্রান্ডে। এ দুই দলের মধ্যকার জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে মেসি-নেইমার-সুয়ারেজরা।

এবারের আসরে চ্যাম্পিয়ন হলে বার্সা তৃতীয়বারের মতো শিরোপা জিতবে। এর আগে ২০১১ সালে শেষবার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কাতালানরা। মেসির জোড়া গোলে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের সান্তোসকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা নিয়েছিল বার্সা।

২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ক্লদিও ব্রাভো, জরদি ম্যাসিপ।

ডিফেন্ডার: জরদি আলবা, ডগলাস, জেরার্ড পিকে, হাভিয়ের মাশচেরানো, মার্ক বাত্রা, দানি আলভেজ, আদ্রিয়ানো, টমাস ভারমিলেন, জেরেমি ম্যাথিউ।

মিডফিল্ডার: ইভান রেকিটিচ, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও রবার্তো, সার্জিও স্যামপার, জেরার্ড গাম্বাউ।

ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, নেইমার, লিওনেল মেসি, মুনীর আল হাদ্দাদি, সান্দ্রো রামিরেজ।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ০৪ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।