ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

আইজিপি কাপ কাবাডি ফাইনালে সুধারাম চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
আইজিপি কাপ কাবাডি ফাইনালে সুধারাম চ্যাম্পিয়ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: উৎসব মুখর পরিবেশে নোয়াখালীতে আইজিপি কাপ যুব কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলায় বেগমগঞ্জ থানাকে পরাজিত করে সুধারাম থানা চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের বাঁধেরহাট আবদুল মালেক উকিল কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।



নির্ধারিত ৬০ মিনিটের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেগমগঞ্জ মডেল থানাতে ১০-০৬ পয়েন্টের ব্যবধানে পরাজিত সুধারাম মডেল থানা চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ায় সুধারাম থানা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে।

সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এসএম আশরাফুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস।

সেখানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নবজৌতি খীসা, সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শিকদার হাসান ইমাম, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক, সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম, কোম্পনীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রমুখ।
 
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারসার্প উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।