ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

মেসি-ম্যারাডোনার তুলনায় ক্ষুব্ধ জানেত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
মেসি-ম্যারাডোনার তুলনায় ক্ষুব্ধ জানেত্তি ছবি : সংগৃহীত

ঢাকা: অনেক বছর ধরেই বিতর্ক চলে আসছে, লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে কে সেরা? তবে সাবেক আর্জেন্টাইন তারকা হাভিয়ের জানেত্তি বলছেন, দু’জনের মধ্যে তুলনা করার কোনো যুক্তি নেই। দুই অাইকনের মধ্যে অবিরত তুলনায় কোনো ভিত্তিই দেখছেন না তিনি।

বরং মেসি-ম্যারাডোনা দু’জনকেই অনন্য খেলোয়াড় হিসেবে দেখছেন জানেত্তি।

জানেত্তির মতে, ম্যারাডোনার সঙ্গে তুলনায় আসতে মেসির বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই। ফুটবল ইতিহাসের ‘সেরা’ খেলোয়াড় ম্যারডোনার হাত ধরেই ১৯৮৬ বিশ্বকাপ শিরোপা ও ১৯৯০ আসরের ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা। অন্যদিকে, মেসির নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ (২০১৪) জেতার দ্বারপ্রান্তে গিয়েও স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।

তবে এখনো বিশ্বকাপ ট্রফিটা ছুঁতে না পারলেও ইতোমধ্যেই পাঁচবার ফিফা বর্ষসেরার স্বীকৃতি ব্যালন ডি’অর পেয়েছেন মেসি। এছাড়াও বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ ও সাতবার লা লিগার শিরোপা উল্লাসে মেতেছেন বিশ্ব ফুটবলের এ ক্ষুদে জাদুকর।

ইন্টার মিলান কিংবদন্তি জানেত্তি বর্তমানে ইতালিয়ান জায়ান্টদের ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। খেলোয়াড়ী জীবনে তিনি যেমন মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনা দলে খেলেছেন, ঠিক তেমনি চ্যাম্পিয়নস লিগের সুবাদে মেসির বিপক্ষেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই স্বদেশী তারকাকে তো তিনি খুব ভালো করেই চেনেন।

এক সাক্ষাৎকারে জানেত্তি বলেন, ‘দু’জনের (মেসি ও ম্যারাডোনা) মধ্যে তুলনা করার কোনো মানে হয় না। আমি মনে করি, ম্যারাডোনা ছিলেন অনন্য খেলোয়াড়। যেমনটি মেসি করে যাচ্ছে। মেসি সম্পর্কে আপনি কী বলবেন? সে এমন এক খেলোয়াড়, যে কিনা পাঁচবার ব্যালন ডি’অর, চারটি চ্যাম্পিয়নস লিগ ও বছরে ৯৭টি গোল করেছে। ’

‘প্রতিভা প্রমাণের জন্য মেসির বিশ্বকাপ জেতার কোনো প্রয়োজন নেই। সে আর্জেন্টিনার প্রতিনিধি। একজন আর্জেন্টাইন হিসেবে আমি তাকে নিয়ে গর্ববোধ করছি। ’-যোগ করেন জানেত্তি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।