ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

ডাবল বগিতে পিছিয়ে গেলেন জীবন আলী

সিনিয়র করসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ডাবল বগিতে পিছিয়ে গেলেন জীবন আলী ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় আসরের প্রথম দিনের শুরুটা ভালই করেছিলেন বাংলাদেশের গলফার জীবন আলী। ১ নম্বর হোল থেকে খেলা শুরু করে প্রথম সেশনে পাঁচটি বার্ডি নিয়ে ছিলেন দুই নম্বরে।

কিন্তু প্রথম সেশনের শেষে ১৬ নম্বর হোলে ডাবল বগি খেয়ে পিছিয়ে গেলেন জীবন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুর্মিটোলা গলফ কোর্সে পর্দা উঠে ‘বসুন্ধরা গলফ বাংলাদেশ ওপেন গলফ ২০১৬’র।

প্রথম দিনের শুরতেই কুর্মিটোলা গলফ কোর্সে দাপট দেখাচ্ছেন জাপান ও থাইল্যান্ডের গলফাররা। ১৫তম হোলের খেলা শেষে ৫ আন্ডার পার খেলে শীর্ষে আছেন জাপানের সুনিয়া তাকিয়াসু।

এদিকে, পারের চেয়ে ৪টি শট কম খেলে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে আছেন থাইল্যান্ডের কেভিন টেচাকানুবুন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।