ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

ভয়ঙ্কর সেল্টার মুখোমুখি বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভয়ঙ্কর সেল্টার মুখোমুখি বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লুইস এনরিকের শিষ্যরা।

মেসি-সুয়ারেজ-নেইমারদের নিয়ে গড়া দলটিকে থামাতেই পারছে না কেউ। তবে কি এবার সেই রেকর্ডে হানা দিতে পারবে সেল্টা ভিগো?

রোববার মধ্যরাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লা লিগার ম্যাচে সেল্টাকে আমন্ত্রণ জানাবে বার্সা। বাংলাদেশ সময় রাত দেড়টায় খেলাটি সরাসরি দেখা যাবে টিভির পর্দায়। আর এ ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করতে চায় কাতালানরা।

২০১৫-১৬ মৌসুমে লিগে বাজে সময় কাটছে সেল্টার। আট ম্যাচে হারের পাশাপাশি দলটি রয়েছে টেবিলের সপ্তমস্থানে। জয় পায়নি শেষ তিন ম্যাচেও। তবে কেন ভয়ঙ্কর সেল্টা? কারণ এ মৌসুমে লিগে মেসিদের হারানো দ্বিতীয় দলই তারা।

ট্রেবল জয়ী বার্সা লিগে টানা চার ম্যাচ জয় দিয়ে শুরু করেছিলো। তবে পঞ্চম ম্যাচে অঘটনের শিকার হয় এনরিক বাহিনী। অতিথি হিসেবে খেলতে গিয়ে ৪-১ ব্যবধানে হার। পুরো ম্যাচে দুর্দান্ত খেলে বার্সা শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছেলো দলটি। বার্সা লিগে অপর ম্যাচটি ২-১ গোলে হেরেছিলো সেভিয়ার বিপক্ষে।

এদিকে লিগে সেল্টার বিপক্ষে সেই ম্যাচকে শ্রেফ অঘটন হিসেবেই দেখছেন বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচ। আর এ ম্যাচ জেতার পাশাপাশি মৌসুমের বাকি ম্যাচগুলোতে শতভাগ অপরাজিত থাকার ব্যাপারেও আশাবাদী এ ক্রোয়েশিয়ান তারকা।

বার্সা সর্বশেষ নিজেদের কোপা দেল রে’র দ্বিতীয় সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছিলো। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ছিলেন না লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার, জেরার্ড পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তার মতো তারকারা।

কিডনির সমস্যায় ভোগা আর্জেন্টাইন অধিনায়ক মেসি এ ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে প্রস্তুত দলের সেরা তারকারাও।

বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে চারটিতে জয় ও একটিতে ড্র করেছে। বর্তমানে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। অন্যদিকে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতে জয় পেয়েছে সেল্টা। দুটি ম্যাচে হার ও সমান ম্যাচে ড্র।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে তিন জয় পেয়েছে বার্সা। আর দুটি জিতেছে সেল্টা। তাই অনেক হিসেব-নিকেশ করেই মাঠে নামতে হচ্ছে এনরিক শিষ্যদের।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।