ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

ভারতে বসে মায়ের মৃত্যু সংবাদ পেলেন শিলা রায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভারতে বসে মায়ের মৃত্যু সংবাদ পেলেন শিলা রায় ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের গৌহাটি ও শিলংয়ে চলমান ১২তম এসএ গেমসে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল পেয়েছে সাফল্য।   দলের খেলোয়াড়দের মধ্যে বয়ে যাচ্ছে জয়ের আনন্দ স্রোত।

তবে দলের অন্যতম সেরা খেলোয়াড় গোলকিপার শিলা রায় শুনতে পারলেন ভীষণ এক কষ্টের খবর। জানলেন, তার মা মনি রায় হার্ট অ্যাটাকে মারা গেছেন।

কালিবাড়ি, নতুন শহর, মাদারীপুর থেকে এমন দুঃসংবাদ পান গৌহাটিতে থাকা শিলা।   জানা গেছে, শিলাকে নাকি বিমানে দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বিমান সময় মতো পাওয়া না যাওয়াতে তাকে পাঠানো হয়েছে বাস্কেটবল টিমের সাথে!

গৌহাটিতে বাংলাদেশ হ্যান্ডবল দলের সাথে নাকি পুরুষ ও মহিলা অনেক অপ্রয়োজনীয় লোককে দেখা গেছে। তাহলে নিজ দলের একজন খেলোয়াড়কে বিপদের সময় কেন হ্যান্ডবল দলের কেউ সাথে করে দেশে তার মাদারীপুরে নিয়ে গেল না। মা হারা শিলা বর্ডার পার হয়ে বাস্কেটবল কোচের সাথে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  
 
হ্যান্ডবল খেলোয়াড় শিলার বিপদের সময় নিজ দলের কেউ নাকি তার সাথে তার মাকে দেখার জন্য দেশে ফেরার সময় আসেননি। বিপদের সময় তার সাথে ফেডারেশনেরও কেউ নেই! এই কষ্টের অভিজ্ঞতা কি শিলা কখনও ভুলতে পারবে?

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।