ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের সৌজন্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের সৌজন্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সৌজন্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ঠান্ডু-রানা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাদল-কাজল জুটি।



রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়কের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এ টুর্নামেন্টের আয়োজন করে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ঝিনাইদহের পরিবেশক কাজী কামাল আহমেদ বাবু। শুক্রবার(৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১১ দল অংশ নেয়।

রোববার রাতে চূড়ান্ত পর্ব ও সেমিফাইনালে ৪টি দল অংশ নেয়। যার মধ্যে ছিল বাদল-কাজল ঠান্ডু-রানা, ফারুক-বাবু ও খোকন-নান্নু।

টুনামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন, বসুন্ধরা এলপি গ্যাস লি. এর (বিক্রয় ও বিপনের) জেনারেল ম্যানেজার মীর টিআই ফারুক রিজভী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের খুলনা বিভাগের ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান, রাজশাহী বিভাগের ডেপুটি ম্যানেজার রিপন মিয়া ও থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলম, কালের কণ্ঠের প্রতিনিধি এমসাইফুল মাবুদ, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এম রবিউল ইসলাম রবি ও বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমীনসহ অন্যান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।