ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

টিফিনের টাকায় শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
টিফিনের টাকায় শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘গরিবদের ভালোবাসো, দেশের উন্নতি করো’ স্লোগানে স্কুলে টিফিনের টাকা বাঁচিয়ে দুই শতাধিক গরীব ও দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দিয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এসময় তাদের শুকনো খাবারও দিয়েছেন ছাত্র-ছাত্রীরা।


 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের অ্যাডওয়ার্ড পৌর পার্কে ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়।
 
দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র মাহির আসিফ বাংলানিউজকে বলেন, আমরা ছাত্র। আমাদের আয়ের কোনো উৎস নেই। কিন্তু সমাজের গরিব ও দুঃস্থদের জন্য অনেক কিছু করার ইচ্ছে হয়। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নিয়েছি।
 
‘১৫ সহপাঠী মিলে প্রায় ৬ মাস টিফিনের টাকা জমিয়ে ২০০ পিস কম্বল ও ২০০ প্যাকেট বিস্কুট কিনে তাদের মধ্যে বিতলন করেছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।