ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

ফেব্রুয়ারিতেই ম্যানইউতে যোগ দিচ্ছেন মরিনহো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ফেব্রুয়ারিতেই ম্যানইউতে যোগ দিচ্ছেন মরিনহো! ছবি: সংগৃহীত

ঢাকা: সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলার দৌড়ে আরো পিছিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। গতবার তো প্লে-অফ বাধা পেরোতে হয়েছিল।

কিন্তু, এবার পয়েন্ট টেবেলের চার নম্বর অবস্থানে যাওয়াটাও রেড ডেভিলসদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

এমন প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে ক্লাবের বোর্ড মিটিং ডাকতে বাধ্য হচ্ছে ম্যানইউ। এমনকি, ফেব্রুয়ারি ‍মাসের শেষদিকে কোচ লুইস ফন গালকে সরিয়ে হোসে মরিনহোর হাতে দায়িত্ব তুলে দিতে পারে ইংলিশ জায়ান্টরা। ইংলিশ ট্যাবলয়েড দৈনিক ‘দ্য সান’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

তবে কী অবশেষে চেলসি থেকে বরখাস্ত হওয়া মরিনহোই ম্যানইউর পরবর্তী কোচ হচ্ছেন। তাও আবার চলসি মাসেই! এর আগে গুজব ছড়ায়, চলতি মৌসুম শেষেই ‘স্পেশাল ওয়ান’ খ্যাত পর্তুগিজ কোচের ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমানোটা চূড়ান্ত হয়ে গেছে। মরিনহো নিজেই নাকি তার কাছের এক বন্ধুকে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

জানা যায়, ক্লাবের বাজে পারফরম্যান্সে বেশ উদ্বিগ্ন ২০ বারের লিগ চ্যাম্পিয়নরা। এমতবস্থায় বোর্ড মিটিংয়ে তারা কোচ ইস্যুটিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সূত্রমতে, আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগেই ম্যানইউর কোচের দায়িত্ব নিতে পারেন মরিনহো। এমনটি হলে, আগেই বরখাস্ত হওয়ার প্রহর গুনতে পারেন ফন গাল!

আগামী রোববার (২৮ ফেব্রুয়ারি) গানারদের মুখোমুখি হবে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত ৮টা পাঁচ মিনিটে ম্যাচটি শুরু হবে। আর্সেনালের ‍মাঠে মৌসুমের প্রথম দেখায় (৪ অক্টোবর, ২০১৫) ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিলেন ফন গালের শিষ্যরা। এবার ওয়েইন রুনিদের প্রতিশোধের পালা!

বলা বাহুল্য, ডাচ কোচ ফন গালের অধীনে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ম্যানইউ। এবার ইউরোপ শ্রেষ্ঠত্বের পরবর্তী আসরে তাদের অংশ নেওয়াটাই এখন হুমকির মুখে। লিগ টেবিলে ২৬ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রেড ডেভিলসরা। যেখানে ছয় পয়েন্টে এগিয়ে চার নম্বরে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি। মৌসুম শেষ হতে কিন্তু ‍আর ১২টি করে ম্যাচ বাকি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।