ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

চেলসিতে কস্তার বিকল্প হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
চেলসিতে কস্তার বিকল্প হিগুয়েইন ছবি: সংগৃহীত

ঢাকা: নাপোলির শিরোপা জয়ের মিশনে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গঞ্জালো হিগুয়েইন। ইংলিশ লিগের শীর্ষস্থানে ফিরতে তাই আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চাইছে চেলসি।

ফর্মহীনতায় ভোগা দিয়েগো কস্তার বিকল্প হিসেবে হিগুয়েইনের মাঝে ব্যাপক সম্ভাবনা দেখছে ব্লুজরা।

আসছে সামার ট্রান্সফার উইন্ডোতেই হিগুয়েইনকে দলে ভেড়াতে নাপোলির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে চেলসি। অন্যদিকে, চলতি মৌসুম শেষেই কস্তার স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়াটা নাকি নিশ্চিত হয়ে গেছে। একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে গোল ডট কম।

সুত্রমতে, হিগুয়েইনকেই কস্তার সঠিক বিকল্প ভাবছে ইংলিশ জায়ান্টরা। আগামী মৌসুমে স্প্যানিশ স্ট্রাইকারের সাবেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও, পরবর্তী দু’টি ট্রান্সফার উইন্ডোতে অ্যাতলেতিকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। আপিলের রায়ের ওপরই তাদের ভাগ্য নির্ভর করছে। তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও একই শাস্তির আওতায় পড়েছে।

এদিকে, নাপোলি তারকা হিগুয়েইনকে সহজ মূল্যে পাওয়া যাবে না বলেই মনে করছে চেলসি। তাই দলবদলের বাজারে বড় অঙ্কের দর হাঁকাতেও নাকি কার্পণ্য করবেন না রোমান আব্রামোভিচ।

চলতি মৌসুসে নাপোলির হয়ে এখন পর্যন্ত ২৫টি লিগ ম্যাচে ২৪টি গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা হিগুয়েইন। যেখানে ইংলিশ লিগে ২২ ম্যাচে মাত্র দশবার গোলের মুখ দেখেন কস্তা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।