ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

ওজিল গুজব উড়িয়ে দিল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ওজিল গুজব উড়িয়ে দিল বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি গুজব রটে, আর্সেনাল তারকা মেসুত ওজিলের এজেন্টের সঙ্গে বার্সেলোনা প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। জার্মান মিডফিল্ডারকে দলে ভেড়াতে বড় অঙ্কের প্রস্তাব দিতেও নাকি প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা।

তবে সব গুজবে পানি ঢেলে দিল ট্রেবল জয়ীরা।

বার্সার এক ক্লাব অফিসিয়াল নিশ্চিত করেছেন, ওজিলকে পেতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তাই নয়, ২৭ বছর বয়সী জার্মান মিডফিল্ডার লুইস এনরিকের ট্রান্সফার টার্গেটেও নেই বলে জানা যায়। স্প্যানিশ দৈনিক ‘মুন্ডো দেপোর্তিভো’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

এর আগে গুঞ্জন উঠে, ওজিলের এজেন্টের সঙ্গে দেখা করে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবের বিষয়ে আলোচনা করেন বার্সা প্রতিনিধি। কিন্তু, দিন শেষে সব গুজবই থেকে গেল। আর্সেনাল ও কিংবা বার্সা এ বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতিই দেয়নি।

এদিকে, ওজিল শিগগিরই নতুন চুক্তি সই করবে বলে বিশ্বাস আর্সেনালের। তাছাড়া, জার্মান তারকাও কখনো বলেননি যে, তিনি লন্ডনে অসুখী আছেন। রিয়াল মাদ্রিদে তিন মৌসুম কাটিয়ে ২০১৩ সালে ‍পাঁচ বছরের চুক্তিতে এমিরেটস এ পাড়ি জমিয়েছিলেন ওজিল। গানারদের হয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত তার ম্যাচ সংখ্যা ১০২টি। গোল ১৮টি।

তবে গোল করা নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর পরিসংখ্যানে প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন গানারদের মিডফিল্ড কারিগর। যাকে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে ভাবা হচ্ছে। ইংলিশ লিগের চলতি মৌসুমে তিনি ইতোমধ্যেই চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১৭টি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।