ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

মালদ্বীপকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মালদ্বীপকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান দক্ষিণ এশিয়ান গেমসের আসরে বাংলাদেশ ফুটবল দল ব্রোঞ্জ জিতেছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২-২ গোলে সমতা থাকায় মালদ্বীপকে টাইব্রেকারে (৫-৪) হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।



নির্ধারিত সময়ের খেলায় বাংলাদেশ দুটি গোল করলেও প্রতিপক্ষ মালদ্বীপের গোলসংখ্যা সমান থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে পেনাল্টির সুযোগ নিয়ে গোল করেন নাবিব নেওয়াজ জীবন। তবে, ৩৮ মিনিটের মাথায় মালদ্বীপের আলি ফাসির গোল করে দলকে সমতায় ফেরান।

প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরবিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে প্রথমবার লিড নেয় মালদ্বীপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটিও করেন আলি ফাসির। তবে, এর তিন মিনিট পরেই ম্যাচে ফেরে গঞ্জালো সানচেজের শিষ্যরা। বাংলাদেশকে সমতায় ফেরান সোহেল রানা। নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলা শেষ হয়।

এরপর টাইব্রেকারে বাংলাদেশ প্রতিপক্ষ মালদ্বীপকে ৫-৪ গোলে হারায়। আর এর মধ্যদিয়েই ব্রোঞ্জ নিশ্চিত করে লাল সবুজরা।

এসএ গেমসের আসরে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। পরে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। তবে, হেমন্ত-রেজাউল-রায়হানরা স্বাগতিক ভারতের বিপক্ষে হেরে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হয়। গঞ্জালো সানচেজ মোরেনোর শিষ্যরা ভারতের বিপক্ষে হারে ৩-০ গোলের ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।