ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

শুরু হলো আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
শুরু হলো আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

ঢাকা: সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লতিফ ট্রাভেলস্ প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘লতিফ ট্রাভেলস্ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার’ খেলা সোমবার (১৫ ফেব্রুয়ারি) হতে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব শহিদুল ইসলাম চৌধুরী ও উদ্বোধক বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পৃষ্ঠপোষক লতিফ ট্রাভেলস্ প্রাইভেট লিমিটেডের পরিচালক জনাব জাহিরুল কবির চৌধুরী (সিরু) ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এ প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ভারতের ৪জন এবং নেপালের ৬জন খেলোয়াড়সহ মোট ১১৮জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। ছয় দিনব্যাপী এ টুর্নামেন্টটি ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।