ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

রোমার বিপক্ষে ফিরছেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রোমার বিপক্ষে ফিরছেন মার্সেলো ছবি: সংগৃহীত

ঢাকা: জিনেদিন জিদানের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছেন মার্সেলো। ব্রাজিলিয়ান তারকা সোমবার (১৫ ফেব্রুয়ারি) দলের সঙ্গে অনুশীলন করেছেন।

এতেই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হন ২৭ বছর বয়সী এ লেফট ব্যাক। তাই ইতালিতে উড়াল দিতে তার আর বাধা থাকল না।

আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি) নকআউট পর্ব বা শেষ ষোলোর ম্যাচে রোমার মুখোমুখি হবে রিয়াল। অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে।

আর সান্তিয়াগো বার্নাব্যুতে ৮ মার্চ (মঙ্গলবার) একই সময়ে ফিরতি পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লা লিগায় স্বাগতিক গ্রানাডার বিপক্ষে ২-১ গোলে জয়ের রাতে (৮ ফেব্রুয়ারি) কাঁধের ইনজুরিতে ভোগেন মার্সেলো। পুরো নব্বই মিনিট খেললেও ফিটনেসে ঘাটতি থাকায় পরের ম্যাচে ছিলেন দলের বাইরে।

অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১৩ ফেব্রুয়ারির ম্যাচটিতে ৪-২ গোলের জয় তুলে নেয় গ্যালাকটিকোরা। জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।