ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

লাল কার্ড, অতপর রেফারিকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
লাল কার্ড, অতপর রেফারিকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: শোকাবহ ঘটনার মধ্যদিয়ে শেষ হলো ফুটবল ম্যাচ। ফাউল করায় লাল কার্ড দেখানোয় রেফারিকে গুলি করে হত্যা করলেন তরুণ এক ফুটবলার।

এ ঘটনায় গুলি বিদ্ধ হন আরও এক ফুটবলার।

২৫ বছর বয়সী সেই ফুটবলার এখনও মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন। আর আক্রমণকারী সেই ফুটবলার এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে।

পুলিশের ভাষ্যমতে, তার ব্যাকপ্যাকেই বন্দুক ছিলো। আর খেলা চলাকালীন রেফারিকে গুলি করে সে পালিয়ে যায়।

রেফারিকে উদ্দেশ্য করে তিনবার গুলি করা হয়। সেজার ফ্লোরেস নামের সেই রেফারির মাথা, বুক ও ঘাড়ে গুলি লাগে। ন্যাক্কারজনক এই ঘটনাটি সোমবার আর্জেন্টিনার কর্দবায় স্থানীয় দুটি ক্লাবের মাঝে ম্যাচ চলাকালীন সময়ে ঘটে।

৪৮ বছর বসয়ী মৃত রেফারির পাশাপাশি ইনজুরিগ্রস্থ আরেক ফুটবলার ওয়াল্টার জারাতেকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।