ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

মৌসুম শেষেই চেলসির কোচ হচ্ছেন সিমিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
মৌসুম শেষেই চেলসির কোচ হচ্ছেন সিমিওন ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিগুন বেতনে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমাতে যাচ্ছেন দিয়েগো সিমিওন। ২০১৬-১৭ মৌসুমে চেলসির অন্তবর্তীকালীন কোচ গাস হিডিঙ্কের স্থলাভিষিক্ত হবেন ৪৫ বছর বয়সী এ আর্জেন্টাইন।

একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

সূত্রমতে, ইতোমধ্যেই নাকি অ্যাতলেতিকো মাদ্রিদকে সিমিওন জানিয়ে দিয়েছেন, চেলসির কোচের দায়িত্ব নিতে চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন। তবে কী শেষ পর্যন্ত স্পেন ছেড়ে ইংল্যান্ডে উড়াল দিচ্ছেন তিনি। অবশ্য, চেলসি কিংবা অ্যাতলেতিকো এখনো অফিসিয়াল বিবৃতি দেয়নি।

জানা যায়, নতুন চ্যালেঞ্জ নিতে চাইছেন সিমিওন। এমন সিদ্ধান্তের কারণেই তিনি চেলসির প্রস্তাবে রাজি হয়েছেন। যেখানে তার বাৎসরিক বেতন ধরা হয়েছে ১২ মিলিয়ন ইউরো। অ্যাতলেতিকোতে পাচ্ছেন এর অর্ধেক। গুঞ্জন সত্য হলে, প্রথমবারের মতো ইংলিশ লিগের অভিজ্ঞতা নেবেন সিমিওন।

মূলত, হোসে মরিনহোকে বরখাস্ত করার পর ব্লুজদের মালিক রোমান আব্রামোভিচের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন সিমিওন। চিলির কোপা আমেরিকা জয়ী কোচ জর্জ সাম্পাওলিরও জোরালো সম্ভাবনা ছিল।

২০১১ সালের ডিসেম্বরে অ্যাতলেতিকোর কোচের দায়িত্ব নিয়েছিলেন সিমিওন। তার অধীনে ২০১৩-১৪ মৌসুমের লা লিগা শিরোপা ঘরে তুলেছিল স্প্যানিশ জায়ান্টরা। একই বছরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল অ্যাতলেতিকো।

কিন্তু, শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়। এছাড়াও রয়েছে একটি করে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপা লিপ ও উয়েফা সুপার কাপ। এবার সিমিওনের বিদায়ী মৌসুমে কী আবারো শিরোপা উৎসবে মাতবে অ্যাতলেতিকো!

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।