ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

গোলবারের পেছনে মেসির বিস্ময়কর স্ট্রাইক (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
গোলবারের পেছনে মেসির বিস্ময়কর স্ট্রাইক (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: বুদ্ধিদীপ্ত পেনাল্টি অ্যাসিস্টে ইতোমধ্যেই খবরের শিরোনাম হয়েছেন। এবার জাদুকরি বাঁ পায়ের শিল্পিত কারুকাজে আবারো মন্ত্রমুগ্ধ করেছেন লিওনেল মেসি।

হ্যাঁ, গোলবারের পেছন থেকেই বিস্ময়কর শটে বল জালে জড়িয়ে উপস্থিত সবাইকে রীতিমতো বিস্মিত করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

একদিন আগেই সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের উড়ন্ত জয়ের রাতে অবিশ্বাস্য কান্ড করে বসেন মেসি। লা লিগায় নিজের ৩০০তম গোলের সুযোগ থাকা সত্ত্বেও পেনাল্টি থেকে পাস দিয়ে নাটকীয়তার জন্ম দেন আর্জেন্টাইন আইকন। এরই সুবাদে হ্যাটট্রিক উল্লাসে মাতেন লুইস সুয়ারেজ।

পেনাল্টি পাসের আলোচনা কাটতে না কাটতেই আরেকটি ‍বিস্ময় উপহার দিলেন মেসি। ইতালিয়ান পপ তারকা ইরোস রামাজ্জোতির সৌজণ্যে বাঁ পায়ের আরেকটি জাদুকরি কৌশল প্রদর্শন করেছেন বার্সা তারকা।

কাতালানদের একাডেমি পরিদর্শনে যান রামাজ্জোতি। মেসি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কোচ লুইস এনরিক, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেটস। পাশ থেকে মুহূর্তটি ভিডিও করছিলেন একজন। সবাই গোলবারের পেছনের কোনাকুনি জায়গায় ছিলেন। এক পর্যায়ে গোলবারের পেছনের জায়গা থেকেই বল জালে পাঠানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন ইতালিয়ান পপ তারকা।

কিন্তু, সবাইকে অবাক করে দিয়ে ঠিকই বাঁ পায়ের বিস্ময়কর শটে বল জালে জড়ান মেসি। এ সময় বিস্মিত রামাজ্জোতি মেসিকে জড়িয়ে ধরে কাঁধে তুলে নেন। মন্ত্রমুগ্ধ হওয়া এনরিকও অভিনন্দন জানাতে ভুল করেননি। আর সতীর্থ বুসকেটস-ইনিয়েস্তার উচ্ছ্বাস তো ছিলই।

শুধু তাই নয়, কয়েকদিন আগে ক্রসবারকেও চ্যালেঞ্জ জানান মেসি। কর্নার কিক থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ক্রসবারের মাঝের অংশে বল স্পর্শ করান বিশ্বফুটবলের এ ক্ষুদে জাদুকর।

মেসির বিস্ময়কর স্ট্রাইক


মেসির ক্রসবার চ্যালেঞ্জ

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএম

** মেসি-সুয়ারেজের ‘শতাব্দীর সেরা পেনাল্টি’
** ‘এমএসএন’ শো’তে উড়ে গেল সেল্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।