ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন তিনি।

বর্তমানে তিনি মেয়েদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করছেন। বিকেল ৩টা ৪০ মিনিটে ম্যাচটি শুরু হয়।
 
ফাইনালে অংশ নিয়েছে ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজশাহীর খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে দুপুরে অনুষ্ঠিত হয় ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ম্যাচে কক্সবাজার জেলার পেকুয়ার রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী জয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে তারা হারায় দিনাজপুরের বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমইউএম/আরএম

** বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন রাজখালী প্রাথমিক বিদ্যালয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।