ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

নতুন প্রাণের কেতন ওড়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নতুন প্রাণের কেতন ওড়ে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: পুরো স্টেডিয়াম জুড়েই দেশের বিভিন্ন  প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীরা। নতুন প্রজন্মের এসব শিশু-কিশোরদের দখলে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

ওদের এখানে একত্রিত করেছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা  গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

একই দিনে দুটি টুর্নামেন্টের ফাইনাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। একটি ছেলেদের অন্যটি মেয়েদের। প্রথম ফাইনাল শেষেই মাঠের মধ্যে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও নাচে-গানে মাতালো ওরাই। দিনটি যে ওদেরই!

দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়াচ্ছে ফাইনাল। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট যার শুরুটা হয়েছিল ২০১৫ সালের মে মাসে। এরপর  ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয় ১০ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে। এই মাঠেই জাতীয় পর্যায়ের এ খেলা চলে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশের ৬৩,৫০৯ টি প্রাথমিক বিদ্যালায়ের  ১০,৭৯,৬৫৩ জন ক্ষুদে ফুটবলার। যার পর্দা নামছে আজ (১৬ ফেব্রুয়ারি)।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।