ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
শুরু হচ্ছে মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঢাকা: যারা প্রতিনিয়ত খবর নিয়ে ব্যস্ত থাকেন, সেই মিডিয়া কর্মীদের নিয়ে এবারের আয়োজন ‘মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬’। গেল বছর অনুষ্ঠিত হয় ‘ওয়ালটন প্রথম মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৫’।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এবারের টুর্নামেন্টটি।

প্রথম আসরেও পৃষ্ঠপোষকতায় ছিল দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। আগামী বুধবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এবারও এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছে ওয়ালটন গ্রুপ।

এবার টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর ওয়ালটন। এ ছাড়া ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল রয়েছে অফিসিয়াল পার্টনার হিসেবে।

১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরআরএম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী এবং ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা এবং বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির প্রাক্তন সভাপতি রানা হাসান।

এবারের এই টুর্নামেন্টে দেশের প্রথম সারির ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার দেড় শতাধিক আগ্রহী খেলোয়াড় সিঙ্গেলস, ডাবলস ও মিক্স ডাবলসে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি ম্যাচে ব্যাডমিন্টন ফেডারেশনের নিয়ামবলী অনুসরণ করা হবে। প্রত্যেক ক্যাটাগরির চ্যাম্পিয়ন ও রানার আপের জন্য ট্রফির পাশাপাশি থাকবে প্রাইজমানিও।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।