ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

রেটিং দাবায় শীর্ষে ২৩ দাঁবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
রেটিং দাবায় শীর্ষে ২৩ দাঁবাড়ু

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, লতিফ ট্রাভেলস্ প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘লতিফ ট্রাভেলস্ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ২৩জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

শীর্ষে রয়েছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মেহেদেী হাসান পরাগ, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মাহতাব উদ্দিন আহমেদ রবীন, মোঃ মতিউর রহমান মামুন, এস,এম, স্মরন, আব্দুল্লাহ আল-সাইফ, গোলাম মোস্তফা ভূঁইয়া, রবিউল ভূঁইয়া, মোহাম্মদ সিরাজুল কবীর, মোঃ আবু হানিফ, পি,জে, বকুল বড়য়া, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মোঃ নাঈম হক, ফয়সাল হোসেন, মুকিতুল ইসলাম রিপন, ফিরোজ আহমেদ ও ভারতের নিখিল মাগিজনান।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় জিয়া জামাল উদ্দিনকে, রাকিব আব্দুল মোমিনকে, মিনহাজ সনাতন জাহিদকে,পরাগ হাদিউজ্জামানকে, নাসির ইব্রাহীম হোসেনকে, ইমন জাকারিয়াকে, সিয়াম গিয়াস উদ্দিন মিঠুকে, সোহেল ওয়াজিউল মেহেদীকে, রিপন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, রবীন ভারতের আশুতোশ কুমারকে, মামুন জফরুল ইসলামকে, সাইফ যোয়র হক প্রধানকে, মোস্তফা শামসুল কবীর চৌধুরীকে, রবিউল খন্দকার জাকারিয়া আহমেদকে, সিরাজ মোহাম্মদ হাসানকে, হানিফ টিপু সুলতানকে, ফিরোজ ওবায়দুল ইসলাম শাহিনকে, বকুল শহিদুল ইসলামকে, নিখিল আনিচুজ্জামান জুয়েলকে, ফাহাদ তাসমিন সুলতানাকে, নাঈম শাহ সুলতান সাব্বিরকে, ফয়সাল রুবেল পারভেজকে পরাজিত করেন।

স্মরন রানা প্রতাপ সিংহের বিরুদ্ধে ওয়াক ওভার পান।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।