ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগ মিশনে ‍নামছেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
চ্যাম্পিয়নস লিগ মিশনে ‍নামছেন জিদান ছবি : সংগৃহীত

ঢাকা: কোচের দায়িত্ব নিয়েই লা লিগায় উড়ন্ত সূচনা করেন জিনেদিন জিদান। যেন খোলস থেকে বেরিয়ে আসে রিয়াল মাদ্রিদ।

এবার বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ কিংবদন্তির সামনে ইউরোপিয়ান চ্যালেঞ্জ। কোচ হিসেবে জিদানের চ্যাম্পিয়নস লিগে অভিষেক হতে যাচ্ছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) নকআউট পর্বের ম্যাচে রোমার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় প্রথম লেগের ম্যাচটি শুরু হবে।

গত মাসের শুরুতে রাফা বেনিতেজের স্থলাভিষিক্ত হন জিদান। বলা যায়, সান্তিয়াগো বার্নাব্যুতে কোচিং অধ্যায়ের শুরুতেই দাপট দেখিয়ে সময়টা ভালোই উপভোগ করছেন তিনি। জিদানের অধীনে এখন পর্যন্ত ছয়টি লিগ ম্যাচে দুই পয়েন্ট খুঁইয়েছে রিয়াল। ভালো খেলেও রিয়াল বেটিসের বিপক্ষে (২৫ জানুয়ারি) ১-১ গোলে ড্রয়ের হতাশায় ডুবেছিলেন রোনালদো-বেনজেমারা।

এদিকে, রোমার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি আক্রান্ত পেপে ও গ্যারেথ বেলকে পাচ্ছেন না জিদান। কাঁধের ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরলেও শতভাগ ফিট না হলে মার্সেলোর খেলাও অনিশ্চিত। অন্যদিকে, রোমার দুই অভিজ্ঞ খেলোয়াড় ফ্রান্সেসকো টট্টি ও ড্যানিয়েল ডি রসির খেলার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এ নিয়ে রেকর্ড টানা ১৯ মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে ওঠে রিয়াল। সর্বশেষ পাঁচ মৌসুমেই তারা সেমিফাইনাল নিশ্চিত করে। অপরদিকে, ২০১০/১১ মৌসুমের পর এ প্রথম নকআউট পর্বে খেলছে রোমা।

মুখোমুখি লড়াইয়ে রিয়ালের কাছে পাত্তাই পায়নি রোমা। পাঁচবারের দেখায় চার ম্যাচেই হারের লজ্জায় ডোবে ইতালিয়ান জায়ান্টরা। বার্নাব্যুতে দু’দলের সর্বশেষ ম্যাচটিই (১৮ জুলাই, ২০১৫) কেবল গোলশূন্য ড্রয়ে মুখ দেখে। এ আত্মবিশ্বাস নিয়েই হয়তো জিদানের দুর্দান্ত রিয়ালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক রোমা!

চ্যাম্পিয়নস লিগে রাতের অপর ম্যাচে জার্মানির উলফসবার্গের বিপক্ষে লড়বে বেলজিয়ান ক্লাব জেন্ট।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।