ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

সাবেক ক্লাবের মুখোমুখি এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
সাবেক ক্লাবের মুখোমুখি এনরিক ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো সাবেক ক্লাব স্পোর্টিং গিজনের মুখোমুখি হতে যাচ্ছেন কোচ লুইস এনরিক। বয়সভিত্তিক দল থেকে শুরু করে এনরিকের প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারের শুরুটাও গিজনের হয়ে।

সময়ের পরিক্রমায় এবার বার্সেলোনার কোচ হিসেবে শৈশবের ক্লাবকে চ্যালেঞ্জ জানাবেন এনরিক।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাগতিক গিজনের বিপক্ষে মাঠে নামবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকা বার্সা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে। গিজনের বিপক্ষে গোল পেলেই লা লিগায় ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।

এনরিকের দলের সামনে কী প্রতিরোধ গড়ে তুলতে পারবে গিজন? নিজেদের সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার বার্সার সামনে থাকছে নিজেদের অবিশ্বাস্য অপরাজেয় থাকার ধারাটা অব্যাহত রাখার হাতছানি। ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলে ছয় পয়েন্টের লিড নেবে কাতালানরা।

এ ম্যাচে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে বিশ্রাম দিতে পারেন এনরিক। আর শুরু একাদশে নামতে পারেন ইভান রাকিটিচ ও আরদা তুরান। বলা যায়, খেলোয়াড়ী জীবনের সাবেক ক্লাবের বিপক্ষে অনেকটা পূর্ণ শক্তির দলই নামাবেন বার্সা কোচ।

নিজেদের মাঠে ১৯৯৪ সালের পর থেকে এখনো বার্সাকে হারাতে পারেনি গিজন। আর লিগ ম্যাচে শেষ ১৫ বারের দেখায় এক ম্যাচেও জয় পায়নি তারা।

স্বাগতিক হিসেবে গিজনের সর্বশেষ সুখস্মৃতিটা ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি। ২০১০-১১ মৌসুমের ম্যাচটিতে এক গোলে এগিয়ে থেকে তারা প্রায় জয়ের কাছাকাছিই গিয়েছিল। কিন্তু, নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বার্সাকে উদ্ধার করেন ডেভিড ভিয়া।

চলতি মৌসুমে বার্সা ও গিজনের মধ্যকার ফিরতি পর্বের ম্যাচটি হবে আগামী ২৪ এপ্রিল। এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে সিডিউল বিপর্যয় হওয়ায় দু’দলের মধ্যকার মৌসুমের প্রথম ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।