ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

শুরু হলো মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
শুরু হলো মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঢাকা: যারা প্রতিনিয়ত সংবাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, সেই মিডিয়া কর্মীদের নিয়ে শুরু হলো ‘মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬’ পাওয়ার্ড বাই ওয়ালটন’। বুধবার (১৭ ফেব্রয়ারি) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।



এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের গেমস অ্যান্ড স্পোর্টস বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সচিব মো: গোলাম আজম জিলানি, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া, ভারতীয় অভিনেতা ও মডেল ওম।

টুর্নামেন্টটি চলবে ১৯ ফেরুয়ারি পর্যন্ত। সকালে উদ্বোধনকালে সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘এক সাথে এত সংখ্যক সংবাদ কর্মীদের ব্যাডমিন্টন এর মাঠে দেখে নিজেকে অনেক বেশি তরুণ মনে হচ্ছে। এ ধরনের আয়োজন অবশ্যই ক্রীড়া জগতে মহতি ভূমিকা পালন করবে। পাশপাশি তরুণদের খেলাধুলায় অনুপ্রাণিত করবে। এ ধরনের আয়োজন বারবার হওয়া উচিত। ’

ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘গেল বছর এই টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেখানে আমরা ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করেছিলাম। এবারও ওয়ালটন গ্রুপ এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। যারা মানুষকে প্রতিনিয়ত সংবাদ সরবরাহ করে সেই মিডিয়া কর্মীদের নিয়ে এই আয়োজনে ভবিষ্যতেও সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে ওয়ালটন গ্রুপ। আমি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি। ’

‘মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৬’ এ দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রথম সারির ২১টি প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে গড়ায় মেনস সিঙ্গেল ও মেনস ডাবল ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা। প্রথম দিন ১৮টি প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা অংশ নেয়। প্রথম দিনের বিজয়ীরা আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় রাউন্ডে ম্যাচ খেলতে মাঠে নামবেন।
 
এই টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।