ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

ফুটবলার আহত হওয়ায় ম্যারাডোনার ক্ষোভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ফুটবলার আহত হওয়ায় ম্যারাডোনার ক্ষোভ

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফাকে একহাত নিলেন আর্জেন্টাইন ফুটবলের ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। ফুটবলারদের যথাযথ নিরাপত্তা দিতে না পারায় কিংবদন্তি এ ফুটবলার সংস্থাটির গভর্নিং বডির সমালোচনা করেন।



আমেরিকার বার্ষিক ক্লাব প্রতিযোগিতার আসর কোপা লিভারতাদোসে খেলতে গিয়ে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সড়ক দুর্ঘটনায় পড়ে আর্জেন্টাইন ক্লাব অ্যাটলেটিকো হুরাকেন। তাতে কেউ নিহত না হলেও মারাত্মক আহত হন ক্লাবটির বেশ কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফের লোক।

এ প্রসঙ্গে আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও কোচ ম্যারাডোনা জানান, আমি সব সময়ই ফুটবলারদের এবং কোচিং স্টাফদের নিরাপত্তা নিয়ে চিন্তা করি। আমি চাই সব সময় তারা নিরাপদে থাকুন। কিন্তু, ভেনিজুয়েলায় যে ঘটনাটি ঘটেছে, সেজন্য ফিফা পুরোপুরি দায়ী। তাদের গভর্নিং বডি ফুটবল দলকে কিভাবে নিরাপত্তা দিতে হয় জানেনা।

ম্যারাডোনা আরও বলেন, ফিফার উচিৎ ছিল দলটিকে ন্যুনতম নিরাপত্তা দেওয়া। কিন্তু তারা সেটি করেনি।

আর্জেন্টাইন ক্লাবটি বিমানবন্দরে যাওয়ার সময় তাদের টিম বাসটি বহন করছিল সেটি উল্টে যায়। ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তায় বাসটি খাদে পড়ে গেলে ক্লাবটির মিডফিল্ডার প্যাট্রিসিয়া তোরাঞ্জো এবং ফরোয়ার্ড দিয়েগো মেন্ডোজা মারাত্মক আহত হন। ঘটনার বেশ কিছু পরে তাদের উদ্ধার করতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়।

ম্যারাডোনা আরও যোগ করেন, আমি আহতদের জন্য গভীর ভাবে দুঃখিত। ক্লাবের কোচ, কোচিং স্টাফ আর ফুটবলারদের এমন পরিণতি আমি মেনে নিতে পারছি না। বিশেষ করে দুঃখ প্রকাশ করছি তোরাঞ্জো এবং মেন্ডোজার আহত হওয়ার জন্য। ফিফা যদি সুনির্দিষ্টভাবে তাদের নিরাপত্তর ব্যবস্থা করতে পারতো, তবে এমন দুর্ঘটনায় তাদের এতোবেশি ক্ষতি হতো না।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।