ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

পর্দা নামছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পর্দা নামছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের

ঢাকা: পর্দা নামছে সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত ওয়লটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের দ্বিতীয় আসর। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৬’ শেষ হবে।

এর পাওয়ার স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্লাকবোর্ডের উদ্যোগে, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় তিনদিন ব্যাপী এ টুর্নামেন্টে দেশের প্রথম সারির ২৩টি প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন হাউস অংশগ্রহণ করে। যেখানে প্রায় শতাধিক সংবাদকর্মী সিঙ্গেলস, ডাবলস এবং মিক্সড ডাবলস তিন ক্যাটাগরির প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।

শুক্রবার বিকেলে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপণি ঘোষনা করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি রানা হাসান, পেপসি এর ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ সুলতান আফজাল, সেইলর এর হেড অব বিজনেস ডেভলপমেন্ট মোহাম্মদ রেজাউল কবির।  

সমাপণি ঘোষণার পাশাপাশি আয়োজনের শেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার-আপ সহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।