ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত ছবি: সংগৃহীত

ঢাকা: সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের’ দ্বিতীয় আসর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৬’ এর পাওয়ার স্পন্সর হিসেবে ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।



শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে পুরুষ একক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনা টেলিভিশনের শাফিক পাহাড়ি। এই ক্যাটাগরিতে দিনের সর্ব্বোচ্চ উত্তেজনার ম্যাচে রানারআপ ৭১ টেলিভিশনের আব্দুলাহ রাহি। পুরুষ দ্বৈত ক্যাটাগরিতে শরিফুল-আশরাফুল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন যমুনা টেলিভিশনের পাহাড়ি-মনজুর জুটি।

মহিলা একক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন শার্লি জাহান শিশির। টানটান উত্তেজনার এই ফাইনাল ম্যাচে রানারআপ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফারহানা ইয়াসমিন লোপা। মহিলা দ্বৈত ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের সুজানা ও শিশির জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লোপা ও প্রিমা জুটি। ৭১ টেলিভিশনের রাহি-দিপা জুটিকে হারিয়ে মিশ্র দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনার পাহাড়ি-শার্লি জুটি। প্রত্যেক ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ট্রফি ও ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। আর রানারআপকে ট্রফিসহ ১০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়।

শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগরে প্রধান ও সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি রানা হাসান, পেপসির ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ সুলতান আফজাল, সেইলর এর হেড অব বিজনেস ডেভলপমেন্ট মোহাম্মদ রেজাউল কবির।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের দ্বিতীয় আসরে ২৩টি সংবাদ মাধ্যমের ৬৫টি জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ডের উদ্যোগে, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় তিন দিনের এই ব্যাডমিন্টন আয়োজনের সমাপনী দিনে পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত ক্যাটাগরির ৫টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী ঘোষণার পাশপাশি আয়োজনের শেষ দিন এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে ছিল থিয়েটার দল প্রাচ্যনাটের অংশগ্রহণে এক মনোমুগ্ধকার সঙ্গীত পরিবেশনা। পুরস্কার বিতরণী । নুষ্ঠান শেষে ছিল অভি, বিবেক ও মেহেদীর অ্যাকোয়েস্টিক পরিবেশনা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।