ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ম্যানসিটিকে লজ্জা দিয়ে চেলসির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ম্যানসিটিকে লজ্জা দিয়ে চেলসির বড় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: এফএ কাপের পঞ্চম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে একতরফাভাবে জিতেছে চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আতিথ্য দেওয়া ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্লুজরা।



চেলসি কোচ গাস হিডিঙ্ক প্রথম একাদশে মাঠে নামান কোরতিউস, আজপিলিচুয়েতা, কাহিল, ইভানোভিচ, বাবা রাহমান, সেস ফ্যাব্রেগাস, মিকেল, উইলিয়ান, হ্যাজার্ড, পেদ্রো আর দিয়েগো কস্তাকে। অপরদিকে, ম্যানুয়েল পেল্লেগ্রিনি ম্যানসিটির হয়ে প্রথম একাদশে মাঠে পাঠান জাবালেতা, দেমিসিলিচ, কোলারভ, গার্সিয়া, ফার্নান্দো, ইহেনাচোদের।

ম্যাচের ৩৫তম মিনিটে লিড নেয় ব্লুজরা। বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের অ্যাসিস্ট থেকে দলকে গোল পাইয়ে দেন দিয়েগো কস্তা। খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি চেলসি। ৩৭তম মিনিটে সমতায় ফেরে ম্যানসিটি। সিটিজেনদের হয়ে গোল করেন ডেভিড ফাউপালা।

১-১ গোলে সমতা রেখে বিরতিতে যায় দুই দল। বিরতির পরই ম্যাচের মোড় ঘুরে যায়। স্বাগতিক হিসেবে খেলতে নামা চেলসি ম্যাচের ৪৮তম মিনিটে আবারো লিড নেয়। দলকে ২-১ এ এগিয়ে নিতে গোল করেন ব্রাজিল তারকা উইলিয়ান। এবারো দলকে গোল পাইয়ে দিতে বলের অ্যাসিস্ট করেন হ্যাজার্ড।

৫৩ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়িয়ে নেন ব্লুজদের হয়ে খেলা গ্যারি কাহিল। ম্যানসিটির গোলরক্ষককে ফাঁকি দিয়ে করা কাহিলের এই গোলে ৩-১ এ লিড নেয় চেলসি।

৫৭ মিনিটে হ্যাজার্ড-উইলিয়ানের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন অতিথি দলের দলপতি দেমিসিলিচ। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তিনি। ৬৭ মিনিটে হ্যাজার্ডকে দমাতে পারেনি ম্যানসিটি। দলকে ৪-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন বেলজিয়ান তারকা।

৭৫ মিনিটে ৫-১ গোলের ব্যবধান করার সুযোগ আসে চেলসির। পেনাল্টির সুযোগ থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন পেদ্রোর বদলি হিসেবে নামা ব্লুজদের আরেক ব্রাজিলিয়ান তারকা অস্কার। ম্যানসিটির গোলরক্ষক উইলফ্রেডো কাবালেরো রুখে দেন অস্কারের নেওয়া পেনাল্টি শটটি।

৮৯তম মিনিটে গিয়ে চেলসি ৫-১ গোলে এগিয়ে যায়। পেনাল্টি মিসের ক্ষোভ মেটাতেই বার্টান্ড তাউরেকে দিয়ে গোল করা অস্কার।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৫-১ ব্যবধানে জয় তুলে নেয় চেলসি।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।