ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কোপা আমেরিকার ড্র

এবার গ্রুপ পর্বেই আর্জেন্টিনা-চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এবার গ্রুপ পর্বেই আর্জেন্টিনা-চিলি ছবি : সংগৃহীত

ঢাকা: গত বছর আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিলো চিলি। সেবার ঘরের মাঠে জেরার্ডো মার্টিনোর শিষ্যদের ফাইনালে পেনাল্টির মাধ্যমে হারিয়ে ট্রফিতে চুমু দেয় অ্যালেক্সিস সানচেজরা।

তবে খুব দ্রুতই প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে লিওনেল মেসিরা। এবার গ্রুপ পর্বেই লড়বে দু’দল।

কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এক বছরের মাথায় যুক্তরাষ্টের মাটিতে এর বিশেষ আসর বসতে যাচ্ছে। এ প্রথম দক্ষিণ আমেরিকার বাইরে ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্টটি আয়োজিত হবে। আর এরই মধ্যে নিউইয়র্কে হয়ে গেল টুর্নামেন্টের ড্র। যেখানে গ্রুপ ‘ডি’ তে খেলতে হবে গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলিকে। এছাড়া এ গ্রুপে আরও রয়েছে বলিভিয়া ও পানামা।

কোপা আসরের সবচেয়ে বেশি শিরোপা জেতা উরুগুয়ে রয়েছে গ্রুপ ‘সি’তে। এখানে লুইস সুয়ারেজদের প্রতিপক্ষ মেক্সিকো, ভেনেজুয়েলা ও জ্যামাইকা।   গ্রুপ ‘বি’তে রয়েছে শক্তিশালী ব্রাজিল। আর নেইমাররা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পেরু, হাইতি ও ইকুয়েডরকে।

অন্যদিকে গ্রুপ ‘এ’তে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, কোস্টারিকা ও কলম্বিয়া।

জুনের তিন থেকে ২৬ তারিখ পর্যন্ত এবারের আসরটি মাঠে গড়াবে। ১৬ দলের অংশগ্রহনে খেলা হবে মোট ১০টি ভেন্যুতে।

গ্রুপ ‘এ’: যুক্তরাষ্ট্র,প্যারাগুয়ে, কোস্টারিকা, কলম্বিয়া।

গ্রুপ ‘বি’: ব্রাজিল, পেরু, হাইতি, ইকুয়েডর।

গ্রুপ ‘সি’: মেক্সিকো,ভেনেজুয়েলা,জ্যামাইকা,উরুগুয়ে।

গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, বলিভিয়া, পানামা, চিলি

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।