ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ইনজুরি কাটাতে মেসিদের অভিনব পন্থা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ইনজুরি কাটাতে মেসিদের অভিনব পন্থা ছবি : সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। তবে ইউরোপ সেরার লড়াইয়ে নামার আগে নতুন একটি খবর জানালো কাতালান ক্লাবটি।

ইনজুরি থেকে মুক্ত রাখতে দলের ফুটবলাদের ডিএনএ টেস্ট করা হবে। আর এই পরীক্ষায় বাদ পড়বেন না লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমাররাও।

এরই মধ্যে ভাবা হচ্ছে ফুটবল ইতিহাসে বার্সাই ডিএনএ ব্যবহারের প্রথম একটি দল। আর এ প্রসঙ্গে দলটির মেডিকেল স্টাফ রিচার্ড প্রুনা জানান, ফুটবলারদের মুখের লালা থেকে ডিএনএ পরীক্ষা করা হবে। এছাড়া তাদের শরীরের ৪৫ ধরনের জিন নিয়ে টেস্ট করানো হবে।

এসব পরীক্ষার ফলে জানা যাবে ফুটবলাররা মারাত্মক কোনো পেশীর ইনজুরিতে ভুগছেন নাকি তাদের হালকা ইনজুরি রয়েছে।

দলের এমন অভিনব ডিএনএ পরীক্ষার ফলে বেশ উপকারও পাবে ট্রেবল জয়ী বার্সা। বর্তমানে দলের মিডফিল্ডার রাফিনহা ছাড়া সবাই রয়েছে চোট মুক্ত। যার প্রভাব পড়ে দলের পারফরম্যান্সেও। দুর্দান্ত এগিয়ে যাওয়া ক্যাম্প ন্যু’র দলটি ভুলে গেছে হারতে। তাইতো এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।