ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

এখনো শিরোপা স্বপ্ন দেখছেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এখনো শিরোপা স্বপ্ন দেখছেন জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: মালাগার বিপক্ষে পয়েন্ট খুঁইয়ে লা লিগার শিরোপা জেতার দৌড়েও অনেকটা ছিটকেই গেছে রিয়াল মাদ্রিদ! তবে এখনই হাল ছাড়ছেন না জিনেদিন জিদান। বার্সেলোনাকে ধরার ব্যাপারে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন গ্যালাকটিকোদের কোচ।

কোচ হিসেবে নিজের পারফরম্যান্স মূল্যায়ন করবেন বলেও নিশ্চিত করেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

কিন্তু, জিদানের মুখের কথা আর বাস্তবতা কী এক? আবেগের বশেই হয়তো তিনি এসব কথা বলছেন! পয়েন্ট টেবিলে ২৫ ম্যাচ শেষে ইতোমধ্যেই আট পয়েন্টের লিড নিয়েছে বার্সা। দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রিয়াল (৫৪)। মৌসুম শেষ হতে কিন্তু আর ১৩টি করে ম্যাচ বাকি।

জিদানের অধীনে এখন পর্যন্ত আটটি ম্যাচ (চ্যাম্পিয়নস লিগে ১টি) খেলে হারের মুখ দেখেনি রিয়াল। ছয় ম্যাচে জয়ের বিপরীতে দুই ম্যাচ ড্র করে স্প্যানিশ জায়ান্টরা। তবে ওই দুই ম্যাচে (রিয়াল বেটিস ও মালাগা) পয়েন্ট খুঁইয়ে শিরোপা লড়াইয়েও পিছিয়ে পড়ে রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা।

এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘আমরা মোটেও লা লিগাকে বিদায় বলছি না। যদিও এখন কঠিন অবস্থা বিরাজ করছে। তবে শিরোপা লড়াই চালিয়ে যাব। কারণ, এখনো অনেক পয়েন্টের জন্য খেলতে হবে। আমাদের সামনে যেমন অনেক পয়েন্ট জেতার হাতছানি রয়েছে, ঠিক তেমনি অন্যরাও পিছিয়ে পড়তে পারে। ’

রিয়াল কোচ যোগ করেন, ‘আমি অন্যদের নিয়ে ভাবছি না। কিন্তু, আমাদের সামনের দিকে দৃষ্টি রাখতে হবে। শুধুমাত্র খেলোয়াড়দের নিয়ে নয়, আমি নিজের পারফরম্যান্সকেও বিশ্লেষণ করবো। কারণ, আমরা প্রতি সপ্তাহেই কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা সুইচ বন্ধ করবো না। উদ্বেগ কখনোই কাটবে না। এখানে চ্যাম্পিয়নস লিগও রয়েছে। ফলাফল যাই হোক, আমরা এর জন্যও শেষ পর্যন্ত লড়ে যাব। ’

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।