ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন প্রথম বিচ টেনিসে অমল ও শর্মি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ওয়ালটন প্রথম বিচ টেনিসে অমল ও শর্মি চ্যাম্পিয়ন ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ালটন প্রথম বিচ টেনিস টুর্নামেন্ট-২০১৬’।

২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্ট আজ পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে।



ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজিত বিচ টেনিস টুর্নামেন্ট ফাইনালে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন অমল রায়। আর মহিলা এককের শিরোপা জিতেছেন আয়েশা সুলতানা শর্মি। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বিপ্লব-পপি জুটি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) মহিলা এককের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইতি আক্তারকে ১০-৬ ও ১০-৮ ব্যবধানে হরিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন শর্মি। অন্যদিকে, পুরুষ এককে আনোয়ার হোসেনের বিপক্ষে ১০-৫ ও ১০-৩ ব্যবধানে শিরোপা জিতেছেন অমল রায়। এদিকে মিশ্র দ্বৈতে অমল-ইতি জুটিকে হারিয়ে শিরোপা জিতেছে বিপ্লব-পপি জুটি।  

ওয়ালটন প্রথম বিচ টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সদস্য লুৎফর রহমান সান্টু ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিচ টেনিস টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সর্বস্তরের কর্মকর্তাদের। যেহেতু ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে, সেহেতু চলতি বছরের শেষ দিকে আরো একটি বিচ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। বাংলাদেশ টেনিস ফেডারেশনসহ অন্যান্যদের সহযোগিতা পেলে হয়তো সেটিও সফলভাবে সম্পন্ন করতে পারব। ’

বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলা ১৬ জন (৮ জন মেয়ে ও ৮ জন ছেলে) জাতীয় দলের টেনিস খেলোয়াড়দের নিয়ে সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ওয়ালটন প্রথম বিচ টেনসি টুর্নামেন্টে পুরুষ এককে প্রতিদ্বন্দ্বিতা করেন শ্রী অমল রায়, আনোয়ার হোসেন, রঞ্জন রাম, দীপু লাল, বিপ্লব রাম, মামুন বেপারী, আখতার হোসেন ও মুনির হোসেন। আর মহিলা এককে খেলেন আফসানা ইসলাম প্রীতি, শাহ সাফিনা লাক্সমি, আয়েশা সুলতানা শর্মি, রেবেকা সুলতানা, পপি আক্তার, শ্রাবনী বিশ্বাস জুই, ফাবিহা লামিসা সূচনা ও ইতি আক্তার।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।