ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

সীমান্ত-শিলাদের জন্য বিসিবির পুরস্কার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সীমান্ত-শিলাদের জন্য বিসিবির পুরস্কার ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের গুয়াহাটিতে সদ্যসমাপ্ত সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনাজয়ী অ্যাথলেটদের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড সভা শেষে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।



তিনি বলেন, যারা দেশের মুখকে উজ্জ্বল করেছে তাদের আমরা বিসিবির পক্ষ থেকে পুরস্কৃত করবো। স্বর্ণজয়ীরা প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার পাবেন। যিনি দুটি স্বর্ণ পেয়েছেন, তিনি পাবেন ১০ লক্ষ টাকা।

ভারতে অনুষ্ঠিত এবারের এসএ গেমসে বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত হাত ধরে  প্রথম স্বর্ণপদক জেতে বাংলাদেশ। নারীদের ৬৩ কেজি ওজনশ্রেণিতে সোনালি সাফল্যের আনন্দে দেশকে ভাসান তিনি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্বর্ণপদক জেতেন মাহফুজা খাতুন শিলা। এরপর দেশের হয়ে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় স্বর্ণ সাঁতারে মাহফুজার হাত ধরেই আসে। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন এ সাঁতারু।

ভারোত্তোলন ও সাঁতারের পর এসএ গেমসে বাংলাদেশের চতুর্থ স্বর্ণপদক আসে শুটিং থেকে। চতুর্থ স্বর্ণপদকটি জেতেন শুটার শাকিল আহমেদ। ৫০ মিটার ফ্রি পিস্তলে স্বর্ণপদক জেতেন সেনাবাহিনীর এই শুটার।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।