ঢাকা: জুভেস্টাসকে পেছনে ফেলে ইতালিয়ান সিরিআ লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিলো নাপোলির। তবে এসি মিলানের বিপক্ষে ১-১ গোলের ড্র করার ফলে দ্বিতীয়স্থানেই থাকতে হলো দলটিকে।
এদিন খেলার ৩৯ মিনিটে লোরেনজো ইনসিগনের গোলে অবশ্য লিড নিয়ে জয়ের আভাস পেয়েছিলো নাপোলি। কিন্তু পাঁচ মিনিট পরেই তাদের সেই স্বপ্নে পানি ঢেলে দেয় মিলান। ৪৪ মিনিটে গিয়াকোমো বোনাভেনচুরের গোলে সমতা পায় সান সিরোর দলটি।
১-১ গোলে সমতা থাকা নাপোলি বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ করে। তবে কাঙ্খিত সেই জয়ের দেখায় আর পায়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে গঞ্জালো হিগুইনরা।
বর্তমানে লিগের পয়েন্ট টেবিলে ২৬ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৫৭। আর সমান ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৫৮। টেবিলের ছয় নম্বরে থাকা মিলান ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট অর্জন করেছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস