ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও আর্সেনাল। এ ম্যাচে অনুমেয় ভাবেই ফেভারিটের তকমা থাকবে লুইস এনরিকের শিষ্যদের গায়ে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের খেলায় বার্সাকে আমন্ত্রণ জানাচ্ছে আর্সেনাল। তবে এ ম্যাচের আগে গানারদের বেশ হিসেব-নিকেশ করেই মাঠে নামতে হচ্ছে। কারণ সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা নিজেদের শেষ ৩২ ম্যাচে কোনো হার দেখেনি।
এদিকে আর্সেনাল গত শনিবার ঘরের মাঠে এফএ কাপে হালসিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। যা ২০১৬ সালে ঘরের মাঠে দলটির চতুর্থ কোনো ম্যাচ, যেখানে তারা গোল করতে পারেনি।
আর্সেনাল এর আগে লিগের ‘এফ’ গ্রুপে বায়ার্ন মিউনিখের পেছনে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে। চ্যাম্পিয়নস লিগে ২০০৩-০৪ মৌসুমে নতুন ফরমেট হওয়ার পর রিয়াল মাদ্রিদের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সবকটি আসরেই শেষ ষোলো খেলেছে ওয়েঙ্গারের শিষ্যরা। তবে শেষ পাঁচ মৌসুমে এই নকআউটেই তাদের বিদায় ঘটে।
এদিকে গ্রুপ ‘ই’ থেকে রোমাকে পেছনে ফেলে শীর্ষে থেকে শেষ করেছিলো বার্সা। এটি কাতালানদের টানা ১২ মৌসুমে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার কীর্তি। এছাড়া শেষ আট সেমিফাইনালের সাতটিতেই উঠেছিলো স্প্যানিশ জায়ান্টরা। শুধুমাত্র ২০১৩-১৪ মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিলো তারা।
বার্সা শেষ দশ মৌসুমের চারটিতেই শিরোপা ঘরে তোলে। অন্যকোনো দল এ সময়ের মধ্যে একবারের বেশি শিরোপা জিততে পারেনি। ইতালিয়ান ক্লাব এসি মিলানের পর দ্বিতীয় দল হিসেবে পর পর ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছিলো বার্সা।
এ ম্যাচে নামা হচ্ছে না আর্সেনাল তারকা জ্যাক উইলশেয়ার ও সান্তি কাজোরলার। ইনজুরিতে ভুগছেন তারা। তবে মেসুত ওজিল, অ্যারন রামসি, অলিভার জিরুদ ও সাবেক বার্সা স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজকে পাবে গানাররা।
বার্সা শক্তিশালী দল নিয়েই প্রতিপক্ষের মাঠে নামছে। প্রথম একাদশে থাকছেন মেসি, সুয়ারেজ, নেইমাররা। তবে নিষেধাজ্ঞার কারণে আরদা তুরান ও ইনজুরির কারণে রাফিনহাকে সাইড বেঞ্চে বসতে হবে।
২০১০-১১ মৌসুমে এই শেষ ষোলোর খেলাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে আর্সেনালের বিপক্ষে জয় পেয়েছিলো বার্সা। সেবার ওয়েম্বলির ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে মেসিরা।
আর্সেনাল নিজেদের শেষ পাঁচ খেলায় অবশ্য কোন ম্যাচ হারেনি। তিন জয়ের বিপরীতে ড্র করেছে দুটিতে। আর বার্সা নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটি ড্রয়ের বিপরীতে চারটিতেই জিতেছে।
দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে তিনবারই জয় পেয়েছে কাতালানরা। একটি ড্রয়ের পাশাপাশি বাকি ম্যাচটিতে আর্সেনাল জয় পায়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস