ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের এ ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার দাবী রাখে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় পৌনে দুইটায় (মধ্যরাতে) জুভেন্টাসের ঘরের মাঠ তুরিনে অতিথি হিসেবে প্রথম লেগের খেলায় নামবে পেপ গার্দিওলার শিষ্যরা। এ ম্যাচের আগে ঘরোয়া লিগে দু’দলই দুর্দান্ত পারর্ফম করেছে। তাই দু’দলের সমর্থকরাই নিজ দলের জয়ের আশা করবে।
জুভেন্টাস এর আগে চলমান আসরের গ্রুপ ‘ডি’তে ম্যানচেস্টার সিটির পেছনে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে। ২০০৫-০৬ মৌসুমের পর টানা দুই মৌসুম শেষ ষোলোতে খেলতে নামছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।
এদিকে বায়ার্ন গ্রুপ ‘এফ’ এ আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে। এ নিয়ে টানা আট মৌসুমে তারা নকআউটে খেলার যোগ্যতা অর্জন করলো। এছাড়া শেষ ছয় মৌসুমে দলটি ইউরোপ সেরার আসরে সেমিফাইনাল খেলেছে।
দু’দল সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে কোয়ার্টার ফাইনাল খেলেছিলো। সেবার দুই লেগ মিলিয়ে ৪-০ অ্যাগ্রিগেটে জয় পায় বাভারিয়ানরা।
এ ম্যাচের মাধ্যমে দীর্ঘ দিনের চোট সারিয়ে বায়ার্নে ফিরতে পারেন ফ্রেঞ্চ স্ট্রাইকার ফ্রাঙ্গ রিবেরি। ইনজুরি সেরে ফেরার অপেক্ষায় রয়েছেন মারিও গোতজেও। তবে জেরম বোয়েটাং ও জাভি মার্টিনেজকে সাইড লাইনে বসে থাকতে হবে। জুভিদের দলে ইনজুরির কারণে অনিশ্চিত সাবেক বায়ার্ন তারকা মারিও মানজুকিচ। আর দলে থাকছেন না জিওর্জিও চিয়েল্লিনি ও অ্যালেক্স সান্দ্রো।
জুভেন্টাস ও বায়ার্ন দু’দলই নিজেদের সর্বশেষ পাঁচবারের খেলায় সমান চারটি করে জয় ও একটি ড্র দেখেছে। তবে দু’দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে বায়ার্ন। এই পরিসংখ্যানে তিনবার জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। একটি ম্যাচ ছিলো গোলশূন্য ড্র। আর বাকি ম্যাচটিতে জয় পেয়েছে ইতালি সেরা জুভেন্টাস।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস