ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আইসোটনিক্স লেইক একাদশ সাঁতার প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আইসোটনিক্স লেইক একাদশ সাঁতার প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

ঢাকা: লেইক একাদশ ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজার শহরের কাশিনাথ রোডস্থ সৈয়ারপুর দীঘিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘আইসোটনিক্স লেইক একাদশ সাঁতার প্রতিযোগিতা’।

বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

ক্লাবের সভাপতি হাসানাত কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কায়সার আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদস্য নাহিদ আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

খেলায় প্রথম হয়েছেন শাকিল আহমদ, দ্বিতীয় কাইয়ুম আলী এবং তৃতীয় নাসির আহমদ।

ক্লাবের ২৫ বছর পূর্তিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন হয় আইসোটনিক্স মিনিবার ফুটবল টুর্নামেন্ট।

আগামী ০১ মার্চ লেইক একাদশ ক্লাবের ২৫ বছর পূর্তিতে ফুটবল, ক্রিকেট, সাইক্লিং, সাঁতার, ম্যারাথন সহ সবকটি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।