ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৬ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৬ ফেব্রুয়ারি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৬’ শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।



এসময় উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিরুল ইসলাম ও এর সঞ্চালক এ এস এম আসিফ, প্রাণ ফুডস’র হেড অব মার্কেটিং আলী হাসান আলম ও ব্রান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন প্রমুখ।

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্ট ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১ মার্চ পর্যন্ত। এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে প্রাণ ক্র্যাকো।

এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনজন আন্তর্জাতিক মানের আম্পেয়ার দ্বারা পরিচালিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রাণ ফুডস’র হেড অব মার্কেটিং আলী হাসান আলম বলেন, ক্রিকেট খেলার সঙ্গে জড়িত ছিলাম। এখন ব্যাডমিন্টন খেলায় যুক্ত হয়েছে প্রাণ।

তিনি বলেন, বাংলাদেশের সব ইয়ুথ ক্লাবগুলোকে একসঙ্গে করার চেষ্টা করছে প্রাণ।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিরুল ইসলাম বলেন, এই টুর্নামেন্টে দেড়শ প্রতিযোগী অংশ নেবেন। এর মধ্যে ১২ জন নারী প্রতিযোগী রয়েছেন।

চার ক্যাটাগরিতে (সিঙ্গেল ও ডাবল) ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খেলা চলবে।

আগামী ২৫ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও ভিসি অধ্যাপক এমএম শহীদুল হাসান।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় গায়ক তাহসান সঙ্গীত পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এফবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।