ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আ ক ম যাকারিয়ার মৃত্যুতে বিএসপিএ’র শোক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আ ক ম যাকারিয়ার মৃত্যুতে বিএসপিএ’র শোক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

ঢাকা: প্রত্নতত্ত্বের পুরোধা ব্যক্তিত্ব, পুঁথি সাহিত্যবিশারদ, অনুবাদক ও বাংলাদেশের প্রথম ক্রীড়া সচিব আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)।

সমিতির পক্ষে শোক জানান সভাপতি মোস্তফা মামুন ও সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব।

তারা এই ক্রীড়া ব্যক্তিত্বের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন। একুশে পদকপ্রাপ্ত এই ক্রীড়াব্যক্তিত্ব গত ২৬ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।