ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বার্সা ফুটবলারের বয়স ১০২ বছর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
বার্সা ফুটবলারের বয়স ১০২ বছর! ছবি: সংগৃহীত

ঢাকা: ৯১ বছর ধরে তিনি বার্সেলোনা ক্লাবকে সমর্থন করে আসছেন। ১০০ বছর পেরনো বৃদ্ধার স্বপ্ন অবশেষে যেন সফল হল।

তাকে সই করাল বার্সেলোনা!
অবাক হওয়ার মতোই ঘটনা। তবে এটা লিওনেল মেসিদের বার্সেলোনা নয়। এই ক্লাব ইকুয়েডরের। নাম বার্সেলোনা স্পোর্টিং ক্লাব। ১০২ বছরের বৃদ্ধা মারিয়া গুয়াদালুপের মনের ইচ্ছা এতদিনে পূর্ণ হল। বার্সেলোনার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়, জানাশোনা। সেই মারিয়াকে দলের অনুশীলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

ক্লাবের অনুশীলনে তিনি উপস্থিতও ছিলেন। তাকে দেখার পরে বার্সেলোনার ফুটবলারদের সে কী আনন্দ! এরকমও একজন সমর্থক তাহলে থাকতে পারেন, যিনি সবসময় ক্লাবের পাশে রয়েছেন, তার শুভকামনা সবসময় পাচ্ছেন ফুটবলাররা। মারিয়ার হৃদয়ে একটাই নাম। আর তা হল বার্সেলোনা।

১৯২৫ সালে এ ক্লাবটির জন্ম। আর সেই বছর থেকেই বার্সেলোনা স্পোর্টিং ক্লাবই মারিয়া ধ্যান,জ্ঞান,স্বপ্ন হয়ে ওঠে। ক্লাবের প্রতিটি ম্যাচে তিনি মাঠে হাজির হতেন। ক্লাব সম্পর্কে খোঁজখবর রাখতেন। উল্লেখ্য, ইকুয়েডরের সবচেয়ে সফল ক্লাব বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।