ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

হেরে কপাল পুড়লো রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
হেরে কপাল পুড়লো রিয়ালের ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগায় শিরোপা স্বপ্ন মোটামুটি শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। স্পেনের সফলতম দলটি নিজেদের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে।



এ হারের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বরেই থাকতে হলো রিয়ালকে। ২৬ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোদের অর্জিত পয়েন্ট ৫৪। অপরদিকে, দুইয়ে থাকা দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো এ ম্যাচে জয়ের ফলে রিয়ালের সমান ম্যাচ খেলে সংগ্রহ করলো ৫৮ পয়েন্ট।

শিরোপা দৌড়ে বার্সেলোনার থেকে অনেক পিছিয়ে থাকা রিয়াল তাদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য জানায় অ্যাতলেতিকোকে। ডার্বি ম্যাচে অ্যান্তোনিও গ্রিজম্যানের একমাত্র গোলে জয় নিয়ে ফেরে সিমিওন শিষ্যরা। ম্যাচের ৫৩ মিনিটে গোলটি করেন এই ফরোয়ার্ড।

রিয়াল আর অ্যাতলেতিকোর চেয়ে একম্যাচ কম খেলা লুইস এনরিকের বার্সা সর্বোচ্চ ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।