ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

টানা ১১ ম্যাচে অপরাজিত মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
টানা ১১ ম্যাচে অপরাজিত মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে তুরিনকে ১-০ গোলে হারালো এসি মিলান। আর এ জয়ের ফলে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে টানা ১১ খেলায় অপরাজিত রইল জায়ান্ট দলটি।

আর লিগে টানা নয় ম্যাচে হার দেখেনি রোসোনেরিরা।

শনিবার মধ্যরাতে মিলানের ঘরের মাঠ সান সিরোতে আতিথিয়েতা নিতে যায় তুরিন। আর ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের সুবিধে কাজে লাগিয়ে আক্রমণ শানাতে থাকে মিলান। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে সময় লাগে ৪৪ মিনিট।

জুরাজ কুচকার অ্যাসিস্টে দুর্দান্ত গোলটি করেন দলের জয় নিশ্চিত করেন লুকাস অ্যান্তোনেলি। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মিলান।

২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে মিলান। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। আর হেরে যাওয়া তুরিন ২৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।