ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শিরোপার দৌড়ে হার মানলেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
শিরোপার দৌড়ে হার মানলেন জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারায় বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। এতেই লা লিগার শিরোপা দৌড়েও ছিটকে গেল গ্যালাকটিকোরা।

স্বয়ং কোচ জিনেদিন জিদানই বলছেন, রিয়ালের পক্ষে চলতি মৌসুমের শিরোপা জেতা আর সম্ভব নয়।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ডার্বি ম্যাচটিতে রিয়ালকে ১-০ গোলে হারের দুঃস্বপ্ন উপহার দেয় অ্যাতলেতিকো। এর মধ্য দিয়ে একটি নতুন রেকর্ডও গড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা। লা লিগার ইতিহাসে প্রথম দল গিসেবে বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পায় অ্যাতলেতিকো। ২৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৮। সমান ম্যাচে ৫৪ পয়েন্টে তিনে রিয়াল। আর এক ম্যাচ কম খেলা বার্সা ৬৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে।

প্রেস কনফারেন্সে জিদান বলেন, ‘প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি, লিগ শেষ হয়ে গেছে। এটা সব সময়ই কঠিন। আমি খেলোয়াড়দের বলেছিলাম, আমরা যদি ম্যাচ হেরে পয়েন্ট হাতছাড়া করি তবে তা (শিরোপা জেতা) আরো কঠিন হয়ে যাবে। আমরা লিগ শিরোপার দৌড়ে ছিটকে গেছি। ’

ফ্রেঞ্চ কিংবদন্তি যোগ করেন, ‘এ ম্যাচ নিয়ে আমি সন্তুষ্ট নই। ফলাফল নিয়েও সন্তুষ্ট নই। আমার কাছে ও দলের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, পরবর্তী ম্যাচ নিয়ে ভাবা। যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম অ্যাতলেতিকোর বিপক্ষে সেভাবে খেলতে পারিনি। তাই এখানে আমাদের আরো পরিশ্রম করার বিকল্প নেই। ’

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।