ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

উন্মোচন করা হলো বিএসএল’র লোগো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
উন্মোচন করা হলো বিএসএল’র লোগো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে প্রথম ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ ফুটবল, বিএসএল এর লোগো উন্মোচন অনুষ্ঠান।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এই উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি বাদল রায় ও ইন্ডিয়ান সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের সিইও ভাস্বর গোস্বামী।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিএসএল নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের জন্য একটি শুভ উদ্যোগ। ভারতে আইএসএল অনুষ্ঠিত হয়, সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও সেরকম একটা কিছু হওয়া উচিত। আমি আশা করি বিএসএল এদেশের ফুটবলে একটি নতুন মাত্রা যোগ করবে। ’

এদিকে, বিএসএল এর লোগো উন্মোচন অনুষ্ঠানে  বীরেন শিকদার বলেন, ‘বাংলাদেশ ফুটবলের জন্য আমরা একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ শুরু করতে যাচ্ছি। আমাদের প্রত্যাশা এই প্র্রচেস্টায় বাংলাদেশের ফুটবল আরও সমৃদ্ধ হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।