ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় মহিলা হকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় মহিলা হকি

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সোমবার (২৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি-২০১৬। ’ এই প্রতিযোগিতা চলবে ৬ মার্চ পর্যন্ত।



সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার অ্যাডভাইজার প্রোগ্রাম নওয়াজিশ আলী খান।

উদ্বোধনী ম্যাচে বিকেল ৪ টা ১৫ মিনিটে মুখোমুখি হবে নড়াইল জেলা ও কিশোরগঞ্জ জেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

এবারের ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- নড়াইল জেলা, রংপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, দিনাজপুর জেলা, পটুয়াখালী জেলা, ঝিনাইদহ জেলা, ঢাকা জেলা, রাজশাহী জেলা ও ঠাকুরগাও জেলা। ৯টি দলকে ৩টি গ্রুপে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।

এবারের ওয়ালটন জাতীয় মহিলা হকিতে ১ লাখ টাকা প্রাইজমানি থাকছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানার আপ দল ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগোরির সেরা পাঁচজন খেলোয়াড়কে ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।