ঢাকা: সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করে রাখলো মেসি-নেইমার-সুয়ারেজরা।
প্রায় চার মাস আগে যে এই সেভিয়াই বার্সা দুর্গে ক্ষত সৃষ্টি করেছিলো। এবার কাতালানদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আতিথিয়েতা নেয় সেভিয়া। বাংলাদেশ সময় রাত দেড়টায় মুখোমুখি হয় দু’দল। এর আগে গত অক্টোবরে প্রথম লেগের খেলায় নিজেদের মাঠে ২-১ গোলের জয় তুলে নেয় সেভিয়া।
ম্যাচের প্রথমার্ধে দু’দলই একটি করে গোল করে। ম্যাচের ২০তম মিনিটে গোল করে লিড নেয় সেভিয়া। স্বাগতিক বার্সার জালে বল জড়ান ভিতোলো পেরেজ। ১-০তে খুব একটা বেশি সময় থাকা হয়নি সেভিয়ার। যে দলে মেসির মতো ফুটবল জাদুকর রয়েছে সে দল নিজেদের মাঠে পিছিয়ে থাকবে, তা কী করে হয়! ম্যাচের ৩১ মিনিটের মাথায় দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল আদায় করেন মেসি। ফলে, ১-১ গোলে সমতা নিয়ে কিছুটা চমকিত বার্সা বিশ্রামে যায়।
বার্সার প্রথম একাদশে কোচ লুইস এনরিক মাঠে পাঠান ৪-৩-৩ ফরমেশনে খেলা ক্লদিয়ো ব্রাভো, অ্যালেক্সিজ ভিদাল, জেরার্ড পিকে, জেরেজি ম্যাথিউ, জরদি আলবা, রবার্তো, সার্জিও বুসকেটস, আরদা তুরান, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার।
বিরতির পর খেলার ৪৮ মিনিটের মাথায় গোল করেন স্পেন তারকা জেরার্ড পিকে। বার্সার দ্বিতীয় গোলে তাকে সহায়তা করেন সুয়ারেজ। ফলে, ২-০তে এগিয়ে যায় কাতালানরা।
তবে, ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-নেইমার-সুয়ারেজরা।
এ ম্যাচে মাঠে নামার আগে চলতি মৌসুমে বার্সা লিগের খেলায় মাত্র দুটি ম্যাচেই হেরেছিলো। প্রথমটি সেল্টা ভিগোর বিপক্ষে। দ্বিতীয়টি ছিলো সেভিয়া। তাই এ ম্যাচটি বার্সার কাছে চরম প্রতিশোধ ছাড়া অন্য কিছুই ছিলো না। অন্যদিকে কোপা দেল রে’র ফাইনালেও খেলবে এই দু’দল। তাই ফাইনালের আগে বার্সা নিজেদের ঝালিয়ে নেওয়ারও সুযোগ পায়।
এদিকে এ ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করে রাখলো স্প্যানিশ জায়ান্ট দলটি। ট্রেবল জয়ী বার্সা ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেটিকো মাদ্রিদ। আর সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি ২০১৬
এমআর