ঢাকা: প্যারিস সেন্ট জার্মেইর অহংকারকে শেষ করে দিল লিঁও। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের লিগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে হানা দিল লিঁও।
রোববার রাতে ঘরের মাঠ পার্ক অলিম্পিকুইস লিঁওনেসে পিএসজিকে আতিথিয়েতা জানায় লিঁও। আর খেলার ১৩ মিনিটেই কোর্ন্টো গোল করে স্বাগতিকদেরে এগিয়ে নেন। আর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সার্জি দারদার গোল করে ব্যবধান দ্বিগুন করেন।
খেলার দ্বিতীয়র্ধের ৫১ মিনিটে পিএসজির হয়ে একটি গোল শোধ করেন লুকাস। তবে খেলার বাকি সময় ইব্রা-ডি মারিয়ারা আর কোন গোল করতে না পারায় চলতি মৌসুমে লিগে প্রথম হারের স্বাগ গ্রহন করে।
এদিকে এ ম্যাচ হারের পরও লরা ব্লার শিষ্যরা লিগে সবার ধরা ছোয়ার বাইরে রয়েছে। ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিঁও তৃতীয় অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস