ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে জুভেন্টাসের জয়রথ ছুটছেই। আর শক্তিশালী ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে জয়ের পাল্লা আরও ভারি করলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।
রোববার ঘরের মাঠ তুরিনে ইন্টারকে আমন্ত্রণ জানায় জুভিরা। তবে মাঠের খেলায় পুরো সময় জুড়ে ছিলো স্বাগতিকদেরই আধিপত্য। এরই সুবাদে ম্যাচের ৪৭ মিনিটে লিওনার্দো বনুচ্চির গোলে এগিয়ে যায় দলটি।
ম্যাচের নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে লিড দ্বিগুন করেন আলভারো মোরাতা। তিনি পেনাল্টি থেকে গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।
এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জুভেন্টাস। আর সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে ইন্টার।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস/