ঢাকা: ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে গুঞ্জন চলছে বার্সেলোনা ছাড়তে পারেন তিনি! তার বড় কারণ কর ফাঁকির মামলায় দিশেহারা এই স্ট্রাইকার। তাই সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে সরব, তিনি প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি দিতে পারেন।
বার্সার সঙ্গে নেইমারের নতুন চুক্তির ব্যাপারটি এখনও ঝুলে রয়েছে। এরই সূত্র ধরে কিংবদন্তি ফুটবলার রবার্টো কার্লোস জানিয়েছিলেন, ক্যাম্প ন্যু ছেড়ে বার্নাব্যুতে পাড়ি দিতে পারেন নেইমার।
এদিকে নেইমারের প্রতি রিয়ালের শুরু থেকেই আগ্রহ ছিলো। ২০১৩ সালে ঘরের ক্লাব সান্তোস থেকে বার্সা আসার আগে স্প্যানিশ পত্রিকাগুলো জানিয়েছিলো নেইমারকে পেতে মরিয়া রিয়াল।
এ প্রসঙ্গে পিকে বলেন, ‘আমি বাজি ধরে বলতে পারি নেইমার রিয়ালে কখনোই যাবে না। সে বার্সেলোনাকে খুবই পছন্দ করে। তার এই ক্লাবের সঙ্গে দারুণ সখ্য তৈরী হয়েছে। আর আমি আশাকরি এখানে সে অনেকদিন থাকবে। ’
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস