ঢাকা: টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা এবার স্বাগতিক হিসেবে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে। ন্যু ক্যাম্পে সন্দেহাতীতভাবেই প্রতিশোধ নেওয়ার মিশনে নামবে গ্যালাকটিকোরা।
আগামী ২ এপ্রিল লা লিগার ফিরতি পর্বের ম্যাচে বার্সার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ন্যু ক্যাম্পে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
এর আগে চলতি মৌসুমের প্রথম দেখায় (গত বছরের নভেম্বরে) সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়ালকে রীতিমতো বিধ্বস্ত করে বার্সা। ৪-০ গোলে হারের লজ্জায় ডুবেছিল গ্যালাকটিকোরা। লুইস সুয়ারেজের জোড়া গোলের সঙ্গে একবার করে বল জালে জড়ান নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তা।
রাফা বেনিতেজ কোচ থাকাকালীন এমন বাজে হারের সম্মুখীন হয়েছিল রিয়াল। এবার জিনেদিন জিদানের অধীনে হারের বদলা নেওয়ার লক্ষ্য নিয়েই ন্যু ক্যাম্পে পা রাখবে গ্যালাকটিকোরা। অগণিত ফুটবল ভক্তকারও নিশ্চয়ই উত্তেজনাপূর্ণ ‘এল ক্লাসিকো’ ম্যাচটি দেখার অপেক্ষায়।
তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লস ব্লাঙ্কসদের চেয়ে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে বার্সা। তার ওপর নিজেদের মাঠে খেলা। পয়েন্ট টেবিলেও কাতালানদের দাপট। ইতোমধ্যেই (২৬ ম্যাচ শেষে) রিয়ালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জয়ের পথে হাঁটছে লুইস এনরিকের শিষ্যরা (৬৬)। ৫৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ।
তবে এল ক্লাসিকোর আগে দু’দলের সামনেই চারটি করে লিগ ম্যাচ। বার্সার মুখোমুখি হবে রায়ো ভায়োকানো, এইবার, গেটাফে ও ভিয়ারিয়াল। অন্যদিকে, প্রতিশোধের ম্যাচের আগে লেভান্তে, সেল্টা ভিগো, লাস পালমাস ও সেভিয়ার বিপক্ষে মাঠে নামবেন বেল-বেনজেমা-রোনালদোরা।
প্রসঙ্গত, বার্সার সামনে এখন রিয়ালের ২৭ বছরের রেকর্ড ভাঙার হাতছানি! ভায়োকানোর বিপক্ষে হার এড়ালেই সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা অপরাজেয় থাকার পরিসংখ্যানে নতুন ইতিহাস গড়বে গতবারের ট্রেবল জয়ীরা।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএম
** বার্সার সামনে ইতিহাস গড়ার হাতছানি
** বার্সার শীর্ষস্থান আরও মজবুত